হিজবুল্লাহ ইসরায়েলের বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে
ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে।
রোববার (২৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ এক মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। ওই ভিডিওতে প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ভিডিও অনুসারে, নির্দেশটি ইসরায়েলের উত্তর অংশে লেবাননের সীমান্ত থেকে 3 কিলোমিটার থেকে 22 কিলোমিটার পর্যন্ত অবস্থিত 25টি বসতির জন্য। এই এলাকায় প্রায় 200,000 ইসরায়েলি নাগরিক বাস করে।
বৈরুতের দক্ষিণ শহরতলী এবং লেবাননের অন্যান্য অংশে ইসরায়েলি সামরিক বাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার কৌশল দেখেছে। এখন, হিজবুল্লাহ তাদের আক্রমণের সতর্ক করার জন্য প্রথমবারের মতো একই কৌশল ব্যবহার করছে।
এই সতর্কতাকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনার আরেকটি স্তর হিসেবে দেখা হচ্ছে।
ইরানপন্থী দলটি গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালাচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার হিজবুল্লাহর হামলার আশঙ্কায় ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে অন্তত ৬০,০০০ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে।
ইরানের মাটিতে বিমান হামলার পর উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ।
উল্লেখ্য, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। হামলা চালায় ইসরাইল। শুক্রবার (২৫ অক্টোবর)
স্থানীয় সময় ভোরে দেশটির রাজধানী তেহরান তিনি কারাজ শহরে এই হামলা চালান।
এর আগে, ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরায়েলি সামরিক, গুপ্তচর ও গোয়েন্দা ঘাঁটিতে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
সূত্র: আল-জাজিরা