সিলেটে নতুন গ্যাসের সন্ধান, প্রতিদিন মিলবে ৮০ লাখ ঘনফুট

 

সিলেটে নতুন গ্যাসের সন্ধান, প্রতিদিন মিলবে ৮০ লাখ ঘনফুট


সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রের পুরাতন ৭ নম্বর কুপে নতুন করে গ্যাসের সন্ধান পেয়েছে সিলেট গ্যাস ফিল্ড। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিদিন ৮ মিলিয়ন বা ৮০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করার কথা জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।

Click Here

গ্যাস ফিল্ডে মজুত রয়েছে প্রায় ১০০ বিলিয়ন ঘনফুট। উত্তোলন করা যাবে ১৫ থেকে ২০ বছর।

সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এই কূপটি ১৯৮৬ সালে দেশের প্রথম তেল কূপ ছিল। ১৯৯৪ সাল পর্যন্ত এই কূপ থেকে ৫ লাখ ৬১ ব্যারেল তেল উৎপাদনের পর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০০৫ সালে আবারো ওয়ার্ক ওভারের মাধ্যমে এই কূপের অন্য একটি স্তর থেকে গ্যাস উত্তোলন করা হয়।

Click Here

২০২৪ সালের জুন পর্যন্ত এই কূপ থেকে প্রায় ৩১ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর আবারো বন্ধ হয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে আবারো ওয়ার্ক ওভারের সিদ্ধান্ত নেয় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। সফলতাও আসে। এ বছরের ১৭ জুলাই মাত্র ৭০ কোটি টাকা ব্যয় করে এই বন্ধ কূপের ওয়ার্কওভার কাজ শুরু হয়। প্রায় ৩ মাস খনন শেষে গত ১৪ অক্টোবর প্রত্যাশিত সুফল মেলে। পরীক্ষা নিরীক্ষা শেষে মঙ্গলবার দুটি স্তরে আবারো গ্যাসের সন্ধান মিলে।

Click Here

প্রাথমিক তথ্যমতে প্রায় ১০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে জানান, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। তিনি যুগান্তরকে জানান, পরীক্ষা নিরীক্ষা চলছে। ইতোমধ্যে একটি স্তরে পরীক্ষা-নিরীক্ষা শেষ অন্য একটি স্তরে পরীক্ষা নিরীক্ষা চলছে। দুটি স্তরেই গ্যাসের সন্ধান মিলেছে। উপরের স্তরটিতে চাপ বেশি থাকায় সেখান থেকেই গ্যাস উত্তোলন করা হবে।

Click Here

তিনি জানান, এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত মিলেছে তাতে প্রতিদিন ৮ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। উত্তোলন যোগ্য গ্যাস মজুত আছে প্রায় ১শ বিলিয়ন ঘনফুট যা আগামী ১৫ থেকে ২০ বছর উত্তোলন করা যাবে।

Post a Comment

Previous Post Next Post